Dr. Neem on Daraz
Victory Day

 অবশেষে সৃজিত-মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২০, ১২:৫৬ পিএম
 অবশেষে সৃজিত-মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা

সৃজিত-মিথিলা

 ঢাকা: অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি ও মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা ।

মিথিলা বলেন, ‘দুই পরিবারের ঘনিষ্টজনদের নিয়ে আমাদের বিয়ে হয়েছে। আসলে আর কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল না। কিন্তু সৃজিত তার বন্ধু-বান্ধবদের নিয়ে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছে। খুব শিগগির কলকাতায় এটি অনুষ্ঠিত হবে।’

এ সংবর্ধনা অনুষ্ঠানে শুধু কলকাতার সৃজিতের বন্ধুরা নিমন্ত্রিত থাকবেন। বাংলাদেশ থেকে কাউকে নিমন্ত্রণ করা হবে না বলে জানান মিথিলা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে পরিচয় হয় সৃজিতের। এরপর মনের লেনা-দেনা।

এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তারপর বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করেননি এই দম্পতি। অবশেষে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছেন তারা। তবে বাংলাদেশে নয়, কলকাতায় এটি অনুষ্ঠিত হবে।

আগামীনিউজ/বাবুল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে